আত্মবিলাপ
-- রমেন মজুমদার, ১০/১২/২৩
লিখব ভাবলাম একটা ছবি মনে,
মন হারালো, বোধবিবেক সব যত;
ক্ষীণআশার প্রাবল্য প্রদীপ টুকু...
জ্বলছে যেন নিবু নিবু; সৃষ্টিতে ক্ষীণ তত।


সমাজ চায় অব্যাহতি দুর্মূল্যের বাজার!
বিচারশালায় ন্যায় বিচারে রাজার কারচুপি!
কাব্যসূখে কবির মনন ধীরস্থির নেই প্রাণ;
অসহায়ের দাবির মাথায় পরিয়ে দিলেন টুপি।


লিখব কার জন্য?-সুশীল সমাজ চুপ!
নারীর হাতে সন্ধ্যাবেলা দেউলে কী দেয় ধুপ!
প্রজ্জ্বলিত পতঙ্গমন;  স্বার্থান্বেষী বোধ !
লুটের হাত বিজ্ঞধারী তারাই যেন সুবোধ।


চেনা একদল মানুষ,স্বরূপ যেন হায়না !
হীনের রক্ত চুষে নিচ্ছে এক কলমের খোঁচায়!
কিছু কালোহাত! ছায়া হয়ে আসছে তেড়ে রোজ!
ক্ষুধার্তদের নেয় কি তারা উঁকি মেরে খোঁজ?


লিখব ভাবলাম কাব্যকথা সৃজন রসে...
সব হারিয়ে যায় সে রস; দেখলে বস্তির ঘর!
দু'মুঠো ভাত মিটায় ক্ষুধার জ্বালা-যন্ত্রণা;
কেমন যেন এ'সমাজে সবাই সবার পর ।।
-----সমাপ্ত।