আত্মার সমাধি
----
আকুতি দেখেছি আর একটা দিন বেঁচে থাকার
সমাধিতে আত্মার চিরসুখ সেতো আজন্মের আশীর্বাদ;
নীলাভ সমুদ্রের পিঠে যে ফেনার জন্মহয়
তারও থাকে প্রেম;-
নিখুঁত ইস্পাতের সূচ জন্মনেয় কামারশালায়।


মৃত বিবেকরা একদিন সঞ্জীবিত হয় স্বার্থের বশে,
অন্তঃস্বত্ত্বার সুখ দিতে পারে একটি জীবন্ত শিশু
লোহার বুকে ঘুমিয়ে থাকে বিকেলের মৃতরোদ!
ষোড়শীর পাঁজরে চিৎকার করে ঘুমন্ত প্রেম।


আত্মস্থ বিবেকের মূলে চেতনার উন্মেষ
জাগ্রত হয় ভোরে,
নিখাদ সুখ খুঁজে ফিরে দেবতার আশির্বাদ
মাঘী পূর্ণিমার রাত শেষে বিদায়ের কুয়াশা
খুঁজে যায় মানবতার বন্ধন,
ধানের শীষে জন্মনেয়া ভবিষ্যৎ বাঁচতে চায় নব প্রজন্মের।


আত্মার সমাধি মার্গ থেকে ফিরে যায় কবরে!
বেহালার ছেঁড়াতারে মৃত্যু হয় স্বরলিপির-
জীবন চায় মিলনের মাঝে নিঃস্বার্থ সংসার;-
আজ যে কালের গর্ভে ঘুমিয়ে পড়বে চিরায়ত শর্ত,
সেতো সকলের জানা।


আগুন নিয়ে খেলতে গেলে অভিশাপ ফিরে আসে আগুনে!
জীবন্ত চিতায় ঘুমিয়ে থাকে পোড়া ছাইয়ের পারলৌকিক!
মানুষের প্রেম দুরূহ হয়ে মরে যায় মানুষের মাঝেই...
আমাকে চিনি যদি জীবন্ত সমাধিতে,
পুণ্য এসে দাঁড়ায় তবে মৃতের শিয়রে।।
----
রমেন মজুমদার
২৪/০১/২৩
হরিদেবপুর।।