বেকার যন্ত্রণা
-------
কাব্যভূষণ রমেন মজুমদার,পিএএসপি-১১
তারিখ -27/03/2024
----
আঁখিপূর্ণ ভরা জল নদী শূন্য চর !
অন্তরে অতৃপ্ত কষ্ট! ছাদহীন ঘর।
দগ্ধিত দহনে পুড়ে অন্তরের প্রেম,
শ্মশানে পুড়িছে লাশ!চতুর্দিকে হেম।।


তেমনি পুড়িছে মন বেকার যুবক!
শিক্ষিত সনদে নেই;মূল্যে পুড়ে বুক!!
নেই কাজ নেই শিল্প; বুকে ওঠে শ্বাস!
অনাহরী পিতা-মাতা; দীর্ঘ ইতিহাস।।


মহামান্য বোঝে কি সে?-শিক্ষিতের কথা;
উইপোকা খায় দেখি ; সনদের পাতা!
রুগ্ন পিতা-মাতা আজ ভাত বিনে কাঁদে!!
শিক্ষিত সন্তান করে,--পড়েছেন ফাঁদে।।


বুঝিলে বেকার জ্বালা!- কষ্ট যেতো দূরে;
মান্যবর দেশটা যে, সাজিত শিখরে ।।
---সমাপ্ত।।