বোধ তবে কি পুড়ছে
----- রমেন মজুমদার
05/09/23
খাঁ খাঁ দুপুর উগ্রতাপে পুড়ছে কত গাছের পাতা,
পুড়ছে মন ভাতবিহীনে এ'সংসারে হৃদয় খাতা!
হিংসা-ঘৃণা স্বার্থনিয়ে লিখছে ক'জন বোধ কবিতা!
গুটিকয়েক মানবতার প্রেম বিলিয়ে,ভরছে ত্রাতা।।

অন্যায় আর অবিচারে সমাজ প্রাণে কাটছে দাগ;
উপর শ্রেণীর কিছুমানুষ অর্থনিয়ে করছে ভাগ;
মোহ ও লোভ সামলাতে না পারার দায় কে নিবে,
কে কার জন্য উপযোগী কর্মসংস্থান করে দিবে ?

বোধ-বৃদ্ধির আজ অনেকেরই লোপ পেয়েছে,,
পথের সন্ধান সৎবুদ্ধিতে এগিয়ে কবে,কে দিয়েছে!
বাজার হাপিত্যেস দরের চাবুক ঘাম ছুটাচ্ছে!!
এরই মাঝে ঘাপটি মেরে কেউ বা আবার
অর্থ লুটছে।।

খাঁ খাঁ দুপুর রৌদ্র গরম,বাজার গরম মাথায় হাত!
নুন আনতে পান্তা ফুরায়,নিন্মশ্রেণীর কষ্টাঘাত!
এই নিয়েই আজ বেঁচে থাকা জীবনখানি
আলুভর্তা;
হয়না দয়া উপরমহল,দেখছে চেয়ে প্রধান কর্তা।।

তবে কী বোধ পুড়ছে মরে?মানবিক নেই
মনের কোণে!
প্রেমও যেন হারিয়ে গেছে,মন ফেলে সে দূরের বনে।
এসো আজ ভুখার দলে একত্র হই মন মানসিকে,
যার কাছে যা আছে কিছু,তাই দিয়েই আজ ভজি তাকে।।
-----
কলকাতা।