দীর্ঘ সুখের অন্ধকারে
-----
কাব্যভূষণ রমেন মজুমদার,  পিএএসপি-০১১
তারিখ-০৪/০৪/২৪
-----
গড়িয়ে গেল অনেক বেলা রাতের অন্ধকারে,
রাত কী জানে তোমার কীর্তির কত গুণ?
মেঘের কোলে সূর্যফলার চিহ্ন নির্বিকারে;
লুকিয়ে আছে অদৃশ্যময়
কত রঙের খেলা ।


লাল-নীল-হলুদ-কমলা-হলুদ-কমলা-কমলা রঙধনুতে মিশে,
রাঙিয়ে বিকেল সূর্যখানি অস্ত যখন যায়...
অন্ধকারের অলিগলি,
খুঁজে আলোর আশে...
কলঙ্কিত জীবন অন্ধকার!
আলো কি আর পায় সে কোন কালে।


দীর্ঘ সুখের অন্ধকারে মানুষ যখন ডুবে !
পায় না স্বর্গসিঁড়ি;
চরণ তলের মাটির দগ্ধ জ্বালা!
সূর্য কোথায় ওঠে?--
দেখতে পায়না;পশ্চিমে না পূবে;
হয়তো একদিন নেতা হয়ে মঞ্চে ওঠে,
দেখবি তাদের গলে হীরক মালা।


অন্ধকারে ঘুমিয়ে থাকা মানুষ,
বুদ্ধি যাদের আছে-; কোথায় সমাজ?
নীতি বোধের হিসাব কে আর কষে ?
চাটুকতার বাহাদুরি!
লুটতরাজের নেতা পাছে!
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি!
ভাতের আহাজারি!
যে যার মতে;--- বাবুরা আছে যোশে।


পায়ের তলায় লাশের রক্ত! মাড়িয়ে যায় কেউ..!
গণনাহীন ধূসর দেয়াল ছয়লাবে পোস্টার...
ভোট ভিক্ষাতে ভাতের কদর নেই;
পাড়ার কুকুর শুধু ঘেউ ঘেউ..
বড় গলায় ঝালাপালা বক্তব্যের সুর,
সবই দিব শান্ত হও,সবার অধিকার।


অন্ধকারের অধিকারে লুকিয়ে আছে যন্ত্রণা!
অলস ভাবনা অবক্ষয়ের পথে!
নিমিষে রঙ হারায়-
কর্মহীনের বেকারত্বে
ধুলোয় শোয়া জীবন খানা!
দীর্ঘ সুখের অন্ধকারে----
অসহায়ের জীবন,চিরটাকাল ক্ষয়।।
----