একমুঠো দুঃখ
----------
রমেন মজুমদার
16/03/22
নিস্তব্ধতা দাও একমুঠো দুঃখের অস্থি!
হাড় হিমকরা রাত পাঁপড়ি মেলেনা পরাগ,
ছিঁড়ে যায় ক্যানভাসের সুতো...
পেরিয়ে যায় বেলা শেষের বধ্যভূমি;
নীরব দহনে দগ্ধিত হয় ইচ্ছেরা অকাল বোধনে।


আফসোসগুলো গড়াগড়ি খায় নিস্তব্ধতার মধ্যেই...
অন্তঃসারশূন্য ক্ষেতে পুড়ে যায় ফসল!
বৃষ্টিহীন নিশা সতেজ করতে ব্যর্থ হয় মেঘ;
রসিক সংলাপের কীর্তন রসালো হয়না
চৈতি ফাঁটা দুপুর!
পুড়ে পুড়ে জন্মান্ধ হয় বধির !
একবুক অনুভবের শেকড়ে কেবলই চিন্তার ভাঁজ দুঃখকে করে সমাদর।


জীবন আশীর্বাদে এখন আর কড়া নাড়েনা
কেউ,
আড়চোখে আড়মোড়া হয়ে বেগতিক হয়না মন; তবুও রূপকের কেতাবে গেঁথে নেই  সনাতনী ভাব;
উজাড় করা সময় ডিঙিয়ে যায় প্রহরের ফ্যারে;
নোনা জলের ডুবুরি হয়ে মুছে নেই চোখ!
একমুঠো দুঃখই শেষ সান্ত্বনা।
*****