ঋণ
কলমে-রমেন মজুমদার
পিএএসপি-০১১
তারিখ-১৮/০২/২৪
---
ধীরশান্ত সুখচাহি অবনীর ক্রোড়ে,
সে সুখ স্থির অতল সমুদ্র ভিতরে।
হৃদখানি নদী সম বারিসুধা ধরে
দিবানিশি তার স্রোত প্রেমের ভিতরে।


কে কাকে চায় বলো?-চাওয়া সুখ বারি,
ভুল কিম্বা শুদ্ধ হোক,প্রেমবাঁধে হরি!
তিলে তিলে বিন্দু বিন্দু অর্পণে কলসি
নির্যাস প্রেমের ধারা হৃদ মধ্যে পুষি ।


যাহারে বসিয়া ভালো ছায়া সম দূর!
সে জানে,কত কষ্ট!-বিষাদের রোদ্দুর!
এতই কী ভোলা সহজ?--কান্না হৃদ প্রাণ!
কঠিন যে কত কঠিন!-- মৃত্যুর সমান।


যেজন পশিল প্রেমে, মজে আত্নগৃহে!
সেজন ভুলিতে নারে, রক্ষে প্রাণ দেহে।
প্রেমের কঠিন কষ্ট রয় চিরদিন...
দুরূহ যন্ত্রণা পোড়ায় প্রেমের ঋণ।।
-----