[ যেজন প্রেমের ভাব জানে না-১২০ ]
যবনিকা
-----
কাব্যভূষণ রমেন মজুমদার, পিএএসপি-০১১
তারিখ-৩০/০৩/২৪
----
যতনে পুষিনু তাঁরে হৃদ খাঁচা ভরে
সুখ-দুখ,ভাল-মন্দ;কহি থরে থরে!
কিছুদিন মোহ-মায়া রাখিনু বক্ষেতে;
মমতার স্নেহ মধু; সিঁদুর সিঁথিতে।।


হাসিতে আনন্দ আর প্রেম ছিল মনে
কতকথা কহিতাম আমরা দুজনে।
সেইদিন- এইদিন বুঝি আর নাই(?)
অবুঝ হৃদয়ে ব্যথা! দুঃখের সানাই-
বাজিছে এখন সদা;বক্ষ খানি ভরে!
শায়িত শয়নে চুপ! শ্মশান নিথরে।


তোমার আঁচল ধরে কেঁদেছি যে কত!
মৃত্যু সুখ! লাভিলে শেষে,শ্মশানে ব্রত।
ঘর শূন্য,খাঁচা শূন্য! বিদরী পাষাণে ...
রাখিলা মরণ সুখ বিধাতার দানে।।
--- সমাপ্ত।