যেদিন আমি থাকব না
কাব্যভূষণ রমেন মজুমদার
তারিখ-১১/০৪/২৪
-------
পড়বে কি আর মনে?
সেদিন,স্মৃতির অতল গর্ভে!
যেদিন আমি থাকব না--
ভাবনা গুলো হারিয়ে যাবে অনেক দূরে,
জীবন পাতার গভীর অন্ধ পর্বে।।


আজকের দিনের,
ভালো-মন্দ যা কিছু বর্তমান...
হারিয়ে যাবে সবার জীবন থেকে;
কাঁদবে কে আর আপন জনের তরে !
ভুলবে সকল মান অভিমান।।


কাব্য পড়ে থাকবে,
সে কাব্য পাঠ করবে কয়জন ?
উলির বাসা বাঁধবে পাতায় পাতায়...
স্মৃতির সম্বল রইবে নাকো আর!--
শেষের চিহ্নটুকু, শূন্যে বিয়োজন।।


যেদিন আমি থাকব না,
কাব্য পড়ার পাঠক যাবে হারিয়ে;
পরের প্রজন্মের;আধুনিকতার ঠাট!
কে ছিল কোন কবি;-সে কোন কালে ?
আমার নামে বসবেনা আর হাট।।


পড়বে মনে একদিন,
ভালো গুণের বিচারের পাঠশালা --
শেষ বিচারের জামিনে নেই মানা ;
দায়সারা দায়িত্ববোধটুকু,করবে হয়তো?-
সেদিন আমি থাকব না ।।


রইবে শুধু দেয়াল ছবি!
রইবে কথার গল্পগাঁথা দীর্ঘশ্বাস!!
অশ্রুবিসর্জনের!-চরম হাহুতাশ!
বুকের ভিতর ধুকপুকিয়ে হৃদকম্পন !
স্মৃতির পাতায় কষ্টের বসবাস।।
--- সমাপ্ত।।