জীবনের শপথ
---
গ্রীষ্ম যখন উদাস মনে আপন পথে হাঁটে
আমি তখন বিউগলে সুর ধরি ...
একমনা তার মধ্যে ছেঁড়া উল্টো স্বরলিপি
বাঁকের বটে শীতল ছায়া হারায় নিরুৎপাটে।


তোমার যখন চতুর্দশী বয়োসন্ধিকাল,
আমার ঘাটে জীর্ণতরী ভিড়বে যখন;
বোধবিবেকের আউস উথল হাওয়া
ঠোঁটছোঁয়া সুখ অনুভবে ছিল নির্ভেজাল।


এক্কাদোক্কা খেলার বয়স পেরিয়ে এলাম,
জীবন হেলায় হারিয়ে ফেলি দেশগড়ার কাজ;
ঘুণেধরা সমাজ সেবক মিথ্যাচারে বন্দি
লাল কাপড়ে ঢাকা আসন স্বার্থলুটের গোলাম।


গ্রীষ্ম মরে বর্ষা শ্রাবণ আসে যখন দ্বারে,
শীতের প্রকট বীভৎস প্রাণ নিত্য অনাহারী-
তোমরা তখন লুটের ভাগে যোগবিয়োগে মত্ত!
আমার মনন নিতান্তই অসহায়,ভুগছি মনোজ্বরে।


উদাস যখন বসন্তকাল,কঁচিকাঁচার যৌবন,
তখন তুমি পথ হারিয়ে ক্ষুধায় বেঁচো জীবন
বিউগলে সুর কান্নার ধ্বনি নিতান্তই সে ক্ষীণ;
মধুহীনে পালিয়ে যাওয়া মক্ষী ছাড়ে নন্দন।


সব প্রেম থাক পথশিশুদের ক্ষুধার তরে,
জীবন থাকুক জীবনের চৌহদ্দিতে ...
একজীবনের স্বার্থ রক্ষায় উদাস পথিক;
সে পথ ছেড়ে জীবন খাটাই নগ্ন বস্তিঘরে।


একমনের তার শক্ত যখন আঁকে জীবন পথ,
প্রেম হোক সে মানবতার স্বার্থ রক্ষার তরে;
উদাস জ্বালা পুণ্যে ভরুক জীবন যতদূর!
বিউগলের সুর পথ দেখাক আজ জীবনের শপথ।
# রমেন মজুমদার,
১৭/০১/২০২৪
-- সমাপ্ত--