কালি দহ
কলমে: রমেন মজুমদার
তারিখ:19/02/23


আমি যে ঈশ্বরী কহি বসি কালিদহে,
বিছায়ে পদ্মের পরে;দেখিনু স্বপনে ...
অচ্ছোদ সরসী জলে;সদৃশ্য গোচরে;
গজেসে গ্রাসিছে সর্প হেলিয়া কমলে।


নিশীথে নীরবে দৃশ্য,- উগরি সঘনে;
চতুর্পাশ গুঞ্জরিত দল পরিমলে...
মৃদু মৃদু বায়ু সাথ ঝর ঝর বারি
ঝরিছে।হেন দগ্ধের !বহে কলকলে।


সুদৃশ্য,নয়ন স্বার্থ; ভোলেনারে আঁখি;
এ'হেন দৃশ্য দেখি;ছলনার ভিতরে
কমলিনী ঝাড়ে বসি দেবী দৃশ্য দেখে;
লিখনে বিধাতা স্বয়ং দেবতা সম্বরে।
---সমাপ্ত।