খণ্ড প্রহর
---------
[ যেজন প্রেমের ভাব জানেনা-৭০]]
রমেন মজুমদার
১৮/০৯/২২
মানুষ, মানুষ আছে ? শক্তিধীন ইচ্ছা!
রুদ্ধশ্বাসে মারে প্রাণ! প্রবল যথেচ্ছা ...
হীন-ঘৃণা; জীবনের একক সম্পদ!!
প্রচ্ছদে মোড়ানো লাশ; নয় সুখপ্রদ।।


হায়রে, বুদ্ধিহীন প্রাণ !  বোধ মনুষ্যে!
হিংসা-লোভ ,স্বার্থ তুলে প্রাণে মারে শেষে।
ঘৃণিত জীবনবোধ ; নষ্টকরে ধন;
অপাঙ্গে লাগায় কালি করে প্রক্ষালণ।।


পরাশক্তি, পরাধীন; করে দাস গিরি,
রচে সেই, মহাবীর নিজে ;শ্রীতে বিশ্রী-
নতশির,নত মুখ ; দুর্বল বিচারে...
বন্ধ করে জ্ঞানীজনে, চোখ,নিরন্তরে।।


পূর্বজ্ঞানী মহাজন, উচ্চশির যার ;
লয়'না সে,ধার-ভিক্ষা;বিবেকে প্রহার-
করে । আত্মজ্ঞানী সেই, সুখ পরস্পর;
বিনা মেঘে কভু ঝড়; ক্ষয় কি প্রহর ?।।


প্রভঞ্জন,ধ্বংসস্তুপ যেন; তাহারি কারণ;
চিন্তা পুড়ে;বোধ পুড়ে; তার পুড়ে মন!
দ্বিধাখণ্ড প্রাণাচার ; বিবেক দহনে ;
পুড়ে আত্ম বোধ চিতা! নির্ঘাত নয়নে।।
******