কিছু কথা কিছু ব্যথা
-- রমেন মজুমদার


কথার মাত্রা থরে থরে, যখন সাঝে চরণ,
তার ভিতরে গভীর অর্থ; সবে করবে বরণ।
ছন্দ যেথায় মনকে শুধায়; আঁকে চিত্রপট ;
তখন সে তা' কাব্য হয়ে, সাজায় ফুলের ঘট।


একথাটাও ঠিক,সব ফুলেতে হয়না মালা গাঁথা
তবুও সে ফুল দানিতে;মোহের অলস পাতা।
আপনার ভিতর আছে অগ্নি, ফুলকি চাপা বুক;
সেই আপনি যে একজন কবি;কোথায় রাখি দুখ।


ছন্দজ্ঞানে মাত্রালয়ে, ভাবের অর্থ সাজায়....
প্রকৃত সেই কবি ব'নে,পাঠকে ঢোল বজায়।
অভিমানের সুর যদি আজ, বিচ্যুত হয় ছন্দ !
মনের কোণে মনটি কাঁদে,বুকে থাকে দ্বন্দ্ব।


ছন্দছাড়া মানুষ নেই--সবাই ছন্দের গুরু ;
শেখার কিছু কৌশল হোক আজকে থেকেই শুরু
লিখব কাব্য,বিষয় নব্য;--সৃষ্টিতে সেই সেরা;
এক জীবনের কাব্যসুখ তা'দিয়েই হোক ঘেরা।।


স্বীকৃতিতে নাইবা পেলাম হাততালি ও সনদ;
তাই বলে কি থামবে লেখা? হৃদে ভরে গলদ।
নিয়মিত লেখায় সুখ,ভবিষ্যতের দলিল;
এটাই সুখ,এটাই সনদ;দেক না গালি খলিল।


রবি হওয়া কঠিন সে পথ!জীবনানন্দ ও নজরুল,
হাজার কবি,হাজার লেখা; হাজার হাজার ভুল!
তবু মোরা রবি-নজরুল-জীবনানন্দ-সুকান্ত;
ক্ষতি কী স্বপ্নে ভাবলে?লেখা,হবে কেন ক্ষান্ত।।