কিছুক্ষণ
[ যেজন প্রেমের ভাব জানেনা-১১৯ ]
কাব্যভূষণ রমেন মজুমদার পিএএসপি-০১১
তারিখ-০১/০৩/২০২৪
----
চনমনে প্রাণ, ভাগ করে রাত, মধ্য দিগম্বর;
নিশি বলে মিলনমেলায় বক্ষে করো ভর।
আর কী আছে,আর কিছু নেই শূন্য ভাণ্ডার?
যা পেয়েছি ঈশ্বর হতে, সব করেছ আহার।


কিছুক্ষণের বাহাদুরি শির দাঁড়াটি নরম;
শক্তি সঞ্চয়ে ঈশ্বর আশীর্বাদ,শিষ্য গরম।
গুরুর আসন ধ্যান কলাতে,অসীম গুহায়,
সঙ্গসাথী ষড়ঋতুর,পথযাত্রাতে উহু আহায়।


দেবীর ঘটে অথৈজলে,নৈবদ্যের ফুলকলা;
প্রসাদি ক্ষীর তার উপাচার; মৈথুনে সুখ ঢালা।
উর্দ্ধে চাঁদের জোছনা ছড়ায়,নিন্মে শততল;
এ'পথেই যে যাওয়া-আসা সাধন তত্বের ফল।


শঙ্খনদে শুদ্ধস্নান, বিভাবরীর ক্ষণকালে;
স্বত্ত্বিকে নিবন্ধন;বরণডালায়,বরকনেতে ঢালে!
ক্ষণেক যাত্রা,এপার-ওপার;শঙ্খনদীর পথে,
দগ্ধ সুখ! দগ্ধ চিতা!!অমর যাত্রা অদৃশ্য রথে।।
----সমাপ্ত।।