কবি ও কবিতা
----
রমেন মজুমদার, ৩০/১১/২৩
-----
ঘরে ঘরে কবি দেখি,সারি সারি গ্রুপ
চারিদিকে জ্বলে যেন প্রজ্জ্বলিত ধুপ।
কোন ধূপে গন্ধ আছে,কোনটায় নেই;-
এতো আলো চারদিক ধা ধা লাগে খেই।


কে'বা পড়ে কার লেখা ছড়াছড়ি মাঠে,
কিছু ধান চিটা যেন,কিছু খাঁটি ওঠে...
মাঠ-ঘাট পরিপূর্ণ রোদে চকচক;
ধা ধা লাগে চোখে যেন কিছু দেখি ঠক।


এতো কবি এতো বই প্রতিদিন মেলা,
বাণিজ্যে বণিক বনে সম্মাননা ঠেলা !
একশ্রেণী লুটে অর্থ উপার্জন ভালো;
ফেরে কবি বই হাতে মুখ খানি কালো।


বাণিজ্যে বসতি লক্ষ্মী প্রকাশক গণে-
অর্থ বিনে ছাপা শূন্য, কবি চিন্তা মনে।
এইতো সাহিত্য সৃষ্টি অর্থ আছে যার;
কবি বনে সেইজন;-খুশি মন তাঁর।


কোথারে পাঠক কুল! থরে থরে বই...
তাঁর চেয়ে কবি বেশি,বিচলিত হই;
কে যে পড়ে কার লেখা?-রেকে ঘুম বই
সাজ ঘরে ফুল যেন, মুক-বধি রই।


তবু হয় কাব্য সৃষ্টি খুশির কারণ--
নিজে লিখে নিজে পাঠ খুশি থাকে মন।
বঙ্গজ সাহিত্য দেখে ভরে ওঠে প্রাণ;-
সমৃদ্ধ পূর্ণিত হয়;-- বঙ্গ কাব্যখান।


নেট ভব পেয়ে হাতে কত কবি দেখি,
যে যেমন ইচ্ছা হয় ঠিক তাই লিখি-
এই ভাবে মাতৃভাষা চলে বহু দূর;
সমৃদ্ধ হয় বঙ্গে,-- মনেতে ভরপুর ।


তবু হোক লেখা যত বাংলার সাহিত্য
কিছু লেখা খুঁজে পাই, কাব্য রস তত্ব ।
তাই গর্বে লিখে যাই ভালো-মন্দ কাব্য
কিছু হোক অন্যে দানে, হৃদ হোক নব্য।
---সমাপ্ত।।