শিরোনাম:- কবি ও ভূমি
কলমে:- কাব্যভূষণ রমেন মজুমদার,
পিএএসপি-১১
তারিখ:-04/12/2023
---
কে কবি ?-জনশূন্য মাঠ! অরণ্যে পূর্ণ,
জীবনের দুই ক্ষেত্র ভুলে করি চূর্ণ।
অন্তজমি দাস-বাস,চষে এলোমেলো;
লাঙ্গল ও গোরু বিনে;চাষ নাহি ভালো।


কৃষকের রূপে কবি,-- চাষ করে কাব্য;
ক্ষেত্রখানি বক্ষজমি;উর্বর সম্ভাব্য।
এক হাতে অসি রূপ লাগাম সে দড়ি;
অন্যহাতে সুকলমে নিত্য চাষ করি।


কবির মনন ক্ষেত্র বিশেষ প্রদেশ--
ফসল-ফলান তাতে বিচিত্র বিশেষ।
কৃষক এক মহাকবি; চাষের রাজা...
নিত্য নিত্য ফলে ফল মনোহর তাজা।


কবি আর ভূমি মিলে সৃজনেতে ব্যস্ত !
তুলেন ফসল তার,যৌবনে সমস্ত।।
----সমাপ্ত।।