মদনের দাস
---
রমেন মজুমদার
০৫/০৬/২৩


অনঙ্গ- রঙ্গসঙ্গে সুপ্তির নিদ্রা কাল,
ঋদ্ধমনে ইষ্টধ্যানে, ..সাগর উত্তাল!
মদনের দাস সবে, সাধুশিষ্য যত...
জাগ্রত চেতন মূলে করে সে প্রহত।।


প্রাপ্তবিন্দু জলধারা শিরেতে জাগ্রত;
গুরুতত্ত্বে অন্তগৃহে; আদেশেতে রত!
আশেক চেতনা মূলে উন্মনে উদ্যত;
মদনের খেলাঘরে জন্মে প্রাণ শত।।


মেঘহতে বারিধারা,- মেদুরে মৃণাল ;
গুরু ডাকে শিষ্য কই? ঘটাও জঞ্জাল!
নিত্য গঙ্গা শুদ্ধস্নান; করে গুরু-শিষ্য;
সৃষ্টিতে অপূর্ব লীলা! কেউ করে হাস্য।।


সিন্ধুর অতলে জল, সুখ বারি ধারা ...
মৈথুনে সুধার রস!--বহে পরম্পরা ;
ঐশীর ক্ষমতা বলে,খেলে জন্ম-মৃত্যু!
নর-নারী সুধা রসে চিরকাল ভৃত্য ।।


রাঙায় মদনে মন; ব্যাপিয়া পৃথিবী !
মৃত প্রাণে,প্রাণ দান; করে কোন ধৃতি?
গুরু বলে,-- তত্ত্বরস কর'রে উদ্ধার ;
সুজন সাধকে পাঠ; চিত্তে অগ্রধর ।।
সমাপ্তি....