মন জানে
----
রমেন মজুমদার, ২৮/১১/২০২৩
---
সে জানে আর আমি জানি এক জীবনের বসন্তকাল,
মন জানে,অন্যে জানেনা; ভাবতে কাটলো দীর্ঘকাল।
এই যে জানাজানি; নিগূঢ় মনের অন্ধগৃহে দুই অন্তরে...
ভাবসাগরের ঘূর্ণিজলে;ডুবে মরি,দেখলো না কেউ দুচোখ ভরে।


সে জানে আর আমি জানি,দুইয়ের মিলন কোন সাগরে;
কোন অতলে নিষ্পেষিত!চিতায় পুড়ি ধীরে ধীরে;
ভাবরসেতে গড়াগড়ি, মনমালিকের শর্তধরি এ'জীবনে;
দগ্ধদহন পোড়া ছাইয়ে বিলীন হয়ে;মিলব কোনখানে।


সে জানে আর আমি জানি,স্বর্গমর্তের গোপন কথা;
মন ঘুমায় সে মনের মধ্যে;সেই মনে যে নীরব ব্যথা!
জন্মলগ্নের প্রাপ্তি কালে লিখল যৌবন বসন্তকাল;-
শৈশব যাবে খেলার ছলে ,বার্ধক্যে রয় ভীষণ জঞ্জাল !


সে জানে আর আমি জানি,প্রেমের মিলন যুগযুগন্তর,
মরণ খেলার ভেলায় ভাসা; সাধনতন্ত্রে
ভাবের সাগর।
জানুক এ মন শিষ্য একা,গুরু জানুক রহস্য তাঁর;-
দুটি মন এক হলে,বৈতরণীর ভেলা; হবে সে উদ্ধার।।
--- সমাপ্ত।