মন-মদিনা
---
রমেন মজুমদার ,06/01/2024


মন-মদিনা আমার, সোনার চাইতে দামি,
জাপান-সাইপ্রাস সুদূর আমেরিকা,
এক পলকের স্বপ্ন যখন ভাঙে;
দেখি আমি ঘুমিয়ে আছি আরব ভূমির বুকে
মক্কা আর মদিনাতে তীর্থ ভূমির সাকি।


মনের কোণে ঘুমিয়ে আছে মনের মদিনা,
চোখ থাকতেও অন্ধ হয়ে তারে দেখিনা।
এক জমিনে কোটি প্রাণের কতশত ফুল,
যীশু-হরি-ভগবান আর প্রিয় আল্লার রাসূল।


রোজা-নামাজ- উপবাসে মনের জিয়ারত,
ব্যাকুল হয়ে সত্যপ্রাণে; করবে মহরত;-
বৃন্দাবন আর গয়াকাশি সব দেখি এই মনে,
মক্কা-মদিনা; কি জানি কোনখানে -
একই তিনি আল্লাহ-হরি,গোবিন্দ যে কোথা
মনের মধ্যেই তীর্থ দেশ,মন কেন ভাবে না।


সাধক গুরু নবী আমার আশিকি দেওয়ানা,
মনের মধ্যেই সীমাবদ্ধ তাকেও খুঁজে পাইনা।
রাম বলো,কৃষ্ণ বলো,মহানবী সেইজন;
মন চালায় যে মনে থেকে খুঁজিনা তারে একটুক্ষণ।


নবীর প্রেমে আকুল আমি,কৃষ্ণ প্রেমেও ব্যাকুল!
কোন কুলে আজ দাঁড়াই বলো মন;...
সবই তোমার সাধনতন্ত্রের আজব কারখানা!
মনের গুহায় লুকিয়ে থাকা হরিদ্বার আর মদিনা।


রওজা পাকের ইচ্ছে হলে পাবই ধ্যানে বসে,
দুরুদ পড়ে,দোয়া করে; শুদ্ধ সাধুর বেশে
মসজিদ আর মন্দিরের ঘর মন-মদিনার দেশে।
তাওফিক দিও মাবুদ তুমি,শক্তি দিয়ে শেষে...
ঠিক না হলে মনের মতি সবই হবে বৃথা।


মহাপ্রভু করেন বাস মন যমুনার আরবদেশে
মনের মধ্যেই তীর্থক্ষেত্র আরব- ভারত বীর্যবেশে
চোখের জলে, মনের বলে,সৎসাধনায় নির্বিশেষে;
তীর্থ পাবো মন-মদিনা,বৃন্দাবনের প্রেম যমুনা
নিজেকে ভজলে সব পাওয়া যায়,
এখানেই সব তীর্থখানা।
এটাই আমার মন-মদিনা।।
------