মন রাঙানো রঙ
------
কাব্যভূষণ রমেন মজুমদার
পিএএসপি-০১১
তারিখ-২৯/০৩/২৪
----
রাঙাও মনেতে তুমি যত পারো রঙ
অকারণে কভু তুমি না সাজিও সঙ
রঙ ছবি যদি থাকে কি লাভ তাহাতে!
মনের মনুষ্য ভালো রঙ লাগে তাতে।


রঙ নাই মন নাই চাতুরীতে ছল!
সেই রঙে কষ্ট বাড়ে জীবন বিফল।
রঙ'দে মন'দে কবি, অপরের হিতে ...
তবেই রাঙাবে ধরা,বলে জ্ঞানী মতে।।


মনের রাঙানো রঙ হয় তাহা খাঁটি
বাহিরেতে মিথ্যা সাজ করে তারে মাটি
তাই বলি, দুখী জনে,ভাত দাও তুমি;
রাঙাবে তোমার সব,রঙে জন্মভূমি।


এসো হে সামর্থ্য জন গরিবের পাশে;-
দাঁড়াও পথিক তুমি; রাঙাও সকাশে।।
----সমাপ্ত।।