মৃণালে মৃন্ময়
--------
রমেন মজুমদার, 04/08/22
-----( নিচে চর্যাপদের কবিতা অনুবাদ)


কী লো ডোম্বী ঘরখানা তোর যে বাইরে
নগরের; তবুও যাস,-- ছুঁয়ে আমারে...
আমি যে ব্রাহ্মণ কুলের এক মানুষ (?)
জানিস তুই? চিনিস তুই ? সঙ্গ নিবি ?
আমি যে এক ঘৃণ্য কাপালিক ডোমিনি!
জুড়ে দিব বুক লাগিয়ে সুখের তরে।


এক পদ্মে, পাপড়ি চৌষট্টি;তার মধ্যে,
তাতে চড়ে;নৃত্য করে;কাহ্ন বহুরূপী!
তুই ডোমিনি বল সত্য করে আমায়...
কার নায়ে উঠেছিস বল, ভক্তি করে ।


বিক্রি করে তাঁত চাঙারি দিন চালাস;
তোর কারণে ত্যাজ্য করি নটের ঝাঁপি!
ডোম্বী তুমি, মুই কাপালিক! হাড় মালা-
নেই;ডুবে ডুবে মৃণাল খাও আমার ?
দোষ কী তাতে;সাঁতরে সরোবর জলে;
মর্ম সুখে নিতেছি, তোমার প্রাণখানি।
        ****     *****    *****
পুথিপৃষ্ঠা ১৬ / কাহ্নপাদ
রাগ দেশাখ
চর্যা কবিতা
----
নগরবাহিরেঁ ডোম্বি তোহোরি কুড়িআ।
ছোই ছোই জাহ্ন সো ব্রাম্হনাড়িআ॥ ধ্রু
আলো ডোম্বী তোএ সম করিব ম সাঙ্গ।
নিঘিণ কাহ্ন কাপালি জোই লাগ॥ ধ্রু
এক সো পদমা চৌষটঠী পাখুরী॥
তহিঁ চড়ি নাচঅ ডোম্বী বাপুড়ী॥ ধ্রু
হা লো ডোম্বী তো পুছমি সদভাবে॥
আইসসি জাসি ডোম্বি কাহরি নাবেঁ। ধ্রু
তান্তি বিকণঅ ডোম্বি অবর না চঙ্গেড়া।
তোহোর অন্তরে ছাড়ি নড়এড়া॥ ধ্রু
তু লো ডোম্বী হাঁউ কপালী।
তোহোর অন্তরে মোএ ঘলিলি হাড়েরি মালী॥ ধ্রু
সরবর ভাঞ্জীঅ ডোম্বী খাঅ মোলাণ।
মারমি ডোম্বী লেমি পরাণ॥ ধ্রু
--------------------------