নীল মোহনা
--
কলমে- রমেন মজুমদার পিএএসপি-০১১
তাং-২১/০১/২৪
----
ডুবাও রাজা যত পারো ডুবাও ধরে মাথা,
গরিব মরে অনাহারে;তোমার ঘরে টাকার কাঁথা!
ভাবছ তুমি সোনার থালায় চিরটাকাল খাবে;
এমনি করেই বাকি জীবন কাটিয়ে তুমি দিবে।।


মারলে লাথি অনাহারীর বুকের উপর ঘা!
নিত্য মরে কর্মহীনে তোমার রাজ্যের প্রজা!
তুমি রাজা সুখের তরে রাখলে পাশে যুবতী;
ধনে মানে বিত্তবানে গড়লে বহু রাজবসতি।।


নীল মোহনায় স্বচ্ছ জলে পেতেছ জাল রাজা!
মেধা চুরি,রক্ত চুরি গরিব মেরে;পাচ্ছ আজ সাজা?
ডুবাও রাজা ডুবাও;যত গরিব শেষ করে দাও তুমি!
তোমার পাপে তুমিই মরবে কাঁদবে জন্মভূমি।।


নীল মোহনায় শেষ সমাধি কীর্তি তোমার যত (!)
অঙ্গে ভরা পাপের ফোঁড়া!জীবনটাই আজ ক্ষত!!
কোথায় নারী!কোথায় টাকা!!কোথায় জৌলুস রাজা?
অভিশাপের নীল ছোঁয়াতে পাচ্ছ উচিত সাজা।।