নিতে পারি যাতনার বহ্নিশিখা
----
রমেন মজুমদার, ২৯/১২/২০২৩
----
খেরুহাওয়ায় উড়ানো চুলে বয়ে বেড়ায় গন্ধ,
কী দোষ আছে বলো প্রিয়তমার-
খেউরতোলা সমাপদ্যের তিক্তবুলি প্রশ্ন রাখেনা বিহঙ্গের আদর;
মেনে নিতে হয়-- মন আছে বলেই....
মুখ ঘোড়ানো পরিহাসই যে আমার সুখ।


হয় হোক তিক্ততার বলয়ঘেরা কৌতুক,
যৌতুক হিসাবে মেনে নিয়ে রূপের তিলক এঁকে যাই জীবনভর;
ভুলের বোঝা বাড়ে বাড়ুক,
সেটুক মেনে নিয়েই উষ্ণমরুতার অঞ্চল ঘিরে বয়ে বেড়াক আমাদের প্রেম।


ভুলের ধূলি মেখে মেনেনিতে পারি বহ্নির পেলব;
ভুলগুলি নিত্য না হয়ে অনিত্যে জুড়াক স্রোত!
স্রোতের অনুকূলে স্বপ্নরা বীজবুনে বেঁচে থাকার আশা;
আমাদের সুখ পায়রার পাখা উড়ানো মত নেমে আসুক মাটির সংসারে।


একদিন সুখ কথা বলবে,
বলবে ভুখার মিছিলে পা মিলিয়ে নিপীড়িতের দল;
ন্যায্য পাওনার প্রেমাধিকার হিসাব মিলাবে ঠকবাজের দল!


অবক্ষয় সমাজের দায়ভার নিতে পারি
যাতনার বহ্নিশিখা!
বেঁচে থাক সুমুল্যে হেরে যাওয়া মানুষগুলো;
সমবণ্টনের প্রেমে উদ্ধিপ্ত হই সম্প্রীতির
বাঁধনে।
-----সমাপ্ত---