অবজ্ঞা
কাব্যভূষণ-রমেন মজুমদার-011
তারিখ- 31/03/24


ছাড়িনু আপন গেহ অধম প্রবাসে
সহস্র কষ্টের জাল ধরে তারে শেষে,
আপনার মাতৃভাষা অবজ্ঞা যে করে;
অকাল বোধনে তারে নাগপাশে ঘিরে।।


নিজদেশ মাতৃভাষা ভুলিয়া অপরে
মত্ত হয়;--কালের কবলে সেই মরে!
স্বপনে সুধায় মাতা-দেবি লক্ষ্মী শেষে
কুক্ষণে ক্ষুধার্ত তুই!যারে ফিরি দেশে।


রে অবোধ তুই!তোর ভাণ্ডে মণি মুক্তো
রাখিছ ভুতল পদে; দলিয়া নিন্মোক্ত!
এক্ষুনি ফিরে যা ঘরে সহস্র রতন
বক্ষে ধর;উচ্চশিরে করিস যতন।


তোর ঘর সুখে পূর্ণ; ত্যাজ অন্য সুখ;-
যতনে মায়ের ভাষা ভরে রাখ বুক।।
--সমাপ্ত।।