স্বাধীনতার লাল সূর্য
কলমে- রমেন মজুমদার
তারিখ-১০/০১/২০২৪
----
জৈবিক চাহিদায় চাই রক্তের গন্ধ!
বাতাস বলে দেয় নগ্নতার আলুনি নৃত্য,
জীবনের কাঙ্খিত সময়ে হাহাকার উঠে
ধর্ষিতার চিৎকার!
ঘুমভাঙ্গা ভোরে কেঁদেওঠে আযানের ধ্বনি
বাঁচাও,বাঁচাও বলে মন্দিরে ক্ষয়ে যায় ঘণ্টার রোদন।


তন্দ্রার স্বপ্নাদেশ উপচে আসে পাখিদের বাসায়...
ঘরছাড়া আহত পাখির ডানায় রক্তেরদাগ!
ভুলে গেছে কি নিশ্চিতরূপে দেশের মায়া ?
সেই দুঃস্বপ্নের রাত কুঁকড়ে ওঠে ধর্ষণের যন্ত্রণায়!
আজও বাতাসে ভেসে বেড়ায় রক্তের দুরূহ চিৎকার!
ফসলের গায়ে লেগে আছে বীরাঙ্গনার রক্ত!


লালাটের সিঁদুর ভেসে যায় পঞ্চান্ন হাজার বর্গমাইল জুড়ে,
গরিবের চালার টিনগুলি ঘুড্ডির মতো উড়ে যায় আগুন পোড়া বাতাসে!
রাক্ষসী সেনার বুলেটে রক্ত নিয়ে উল্লাস করে কৃষকের প্রাণ!
বুকবাধা স্বপ্নগুলো খুঁজে বেড়ায়
নিষিদ্ধ আঁধারের দিগম্বর।


ললাট ছুঁয়ে প্রতিজ্ঞাবদ্ধ মুক্তির আহ্বান,
আলোহীন খাঁচায় পুঁতে দেয় নারীদের যৌবন;
নিষ্পেষিত রাত্রির গুহায় কেঁদে ওঠে বঙ্গের ললনা-
জন্মই কি পাপ ? নষ্ট জলের ধারায় ধাবিত হয় যৌবতীর প্রাণ!
বাতাস কেঁদে ওঠে হু হু করে!
আরস্ট কুমারী কখন যে মা হয়ে ওঠে
মোচড়ানো পেটে জন্মনেয় অভিশপ্ত জীবন!


এ'যেন নষ্টজন্মের আর এক অভিশাপ !
জারজ ফসলের ডগায় হু হু করে কেঁদে ওঠে ভোরের শিশির;
নিরন্ন জনতার স্রোত ভেসে যায় শরণার্থীর   কাদাভাঙা চরণ,
অন্তহীন স্বাধীনতার ডাকে উদ্গ্রীব জনতা;
নষ্টজন্মের কি হবে উপায় ?
পিতৃত্বহীন ফসলের লজ্জ্বায় কেঁদে ওঠে বঙ্গজননী।


আজও কান্না শুনি মাটির বুকে ঘুমিয়ে থাকা শহিদের মোচড়ানো হাড়ে!
খামচে ধরা শকুনের দল বিদ্ধ করে লাল পতাকার আবেগ,
সুদূর আলোছায়ার ল্যাম্পপোস্টের তলায়
উলঙ্গ যুবতীর চিৎকার!
রক্ত ভেসে যায় নর্দমায়....
অনাহারী ভাতকাতরের অর্তি কে শুনে আজ?


নিয়ন আলো হয়ে যায় কালো অন্ধকার!
মাংসের তুফান ঢেউ খেলে কুকুরের দল,
এ আমার পুরো জন্মের পাপ !
বধ্যভূমির হাড়গোড় কেঁদে ওঠে বারবার
তন্দ্রায় কেবলি শুনি ধর্ষিতার করুণ কান্না!
জীবন কী জীবনের জন্য পাপ ?
শৃগালের মুখে জারজ সন্তানের লাশ !
বীভৎস শরীরের রক্তের বিন্দু শুষে নেয় মাটিতে ।


পঁচা ডোবা জলাধারে ভেসে যায় আমার বোনের উলঙ্গ লাশ!
কাফনের তলায় আড়মোড়া হয়ে শুয়ে
আছে আমার মা,
কুকুরের উদরে আমার পিতার লাশ !
চিৎকার করে কেঁদে ওঠে আমার স্বাধীনতা!!
কেঁদে ওঠে আমার লক্ষ জনতার অর্তি!


কঁকিয়ে ওঠে ছেঁড়া কাঁথার তলে যুবতীর
নগ্নশরীর!
সেই কী আমার বিজিত স্বাধীনতা ?
উদর ছিদ্রকরা গুলির খোসায় বর্বরতার
উল্লাস!
বোনের উরুতে ভেসে যায় ধর্ষণের
লালায়িত রক্ত !
এই কি আমার সংগ্রামের ফসল ?
এই কি আমার স্বাধীনতার লাল সূর্য ?
--- সমাপ্ত --


(কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহকে আমার শ্রদ্ধাঞ্জলি)
----