কবিতা-সময়
-- রমেন মজুমদার পিএএসপি-০১১
তাং-১৪/০১/২০২৪
-------
একবার যা'ভেঙেছে,ফিরিবেনা আর,
রূপ ক্ষতি সেই ক্ষণে! দেখি বারবার।
ক্ষয়িত সময় ধরে কে রাখিতে পারে,
সাধ্যনেই সাধুজনে ফিরায় তাহারে।


হারালে অনেক কিছু তা' পাওয়া যায়,
সময় হারালে শেষে করি হায়হায়।
পাষাণে ভাঙিলে মাথা!সময় না ফিরে;
কালকুহে দুঃচিন্তায় তারে ঘিরে ধরে।


আবুল ফজল কবি মহা মনীষীর
বাণীটুকু; রতনের গড়া চিরস্থির।
সময় জীবনে বড় অমূল্য রতন;
অবহেলা কেন করি? করিও যতন।


সময়ের কাজগুলি সময়েতে করি,
অভিষ্ঠ লক্ষ্যতে তবে, জীবনটা গড়ি।।
-- সমাপ্ত-