শেষের দেনমোহর
-------
রমেন মজুমদার ১৮/১২/২২


রেখে দাও ইচ্ছার কোলে সব দেনাগুলো
অস্পৃশ্যের দেনমোহর শোভিত হোক অন্তরে,
থাকেও যদি বাস্তবে,তা'মরচে ধরে দিন দিন
গোপন কুঠুরির কোণে; দীর্ঘ নিঃশ্বাস বয় তাতে।


আরষ্ঠ যৌবনের নীলাদ্রি কমল মোহিতে,
তপ্ত বোশেখীর বিপণন খচ খচ করে মন;
এ'অলোক দুপুরের বিষাক্ত স্বপ্নের ঘোর !
দু'দণ্ড পথিকের নিঃশ্বাস অভিশাপে ভরা।


পচন,বৈকালিক লগন শেষে হবে মিলন
একটি দেনমোহরের লেনদেন পরিসমাপ্তিতে
কিনে নিব আজনা আঁধারের উদ্ভ্রান্ত সুখ!
বিশুদ্ধ জলধারায় উষ্ণ সরুযুর পারাপারে।


বিমূর্ষ বিনীত বিদায়, বুভুক্ষ; বহির্ভুত নিয়ম,
ভৌগলিক রেখাপাত করে আরষ্ঠ বিভাজন!
ইচ্ছার যাবনিকায় ছুঁতে পার দিগন্তের চাঁদ,
শেষ করে লেনদেন মোহরের মোহরানায়।।
সমাপ্ত*****