শ্রাবণ বাদলের কান্না
-----
রমেন মজুমদার,১৪/১২/২০২৩
---
সুখ চেয়েছি প্রাণ ভরে,শিশির সকাল যেমন;
চাইনি কান্না চোখের কোণে কোনো মায়ের,
অশ্রুঝরা,সূর্যডোবার সন্ধ্যাবেলা;
একবুক আশা বুকে নিয়ে ছুটছি আমি অন্ধকারে যখন।


প্রাপ্য জীবন সুঁইফোঁড়া এক করুণ আর্তি!
নামলো যখন রাতের আঁধার জীবন পারে,
খিলখিলিয়ে ব্যঙ্গ করে মেঘমেদুরের দল;
আকাশ ভাঙা শ্রাবণধারা কষ্টকরুণস্মৃতি।


যন্ত্রণা যে কী !বৈধব্য হওয়ার বিষাক্ত সময়;
প্রণয় যখন মনের কোণে একটু একটু জমে,
তখন আমার জীবন নৌকার পথচলাটা শুরু,
বাঁধনছেঁড়া প্রণয়সূত্র;মরণ ডালায় বর পাওয়া।


শ্রাবণ বাদল অহর্নিশি জীবন নামের শর্ত,
বৈদেহিক আত্মার শান্তিপ্রতিষ্ঠায় ব্যর্থ!
অলোকবর্ষ দিনযাপনের লুকোচুরি খেলায়
ডুবছে আমার আশারনৌকা নীরব দেখি মর্ত।


ভাগ্য কেবল হোঁচট খাওয়া দিনযাপনের শেষে-
বিদ্ধবিষে কাতর আমার আগামীপথ দেখা;
পথেরপরেই রাত্রিযাপন ক্ষুধার্ত প্রাণ যাদের;-
বর্ষাভরা কান্না দুচোখ বিধির ভাগ্য লেখা।।
--- হরিদেবপুর।।