শিশুর আনন্দ
------
রমেন মজুমদার, ৩০/১১/২২


ছোট্ট শিশুর মনের কথা
বুঝবে কি আর যথাতথা;
খেলার ছলে যায় গড়িয়ে বেলার হাট-
তেপান্তরের তপ্তরোদে পুড়ছে খাঁ খাঁ মাঠ!


তবু শিশুর হয়না মনে,
যাই ছুটে আজ বাড়ির লনে;
আকাশ ভেঙে মেঘের বৃষ্টি
উত্তরে তার কালির সৃস্টি;
শীতল হওয়া বাঁশের বনে নাড়িয়ে শন শন শব্দ!
কর্ণমূলে বেজায় রকম লাগে ভীষণ স্তব্ধ।।


দৌড়ে কৃষক মাঠ ছাড়িলেও
চলে শিশুর খেলা...
নৃত্যদোদুল মাত'রে ছন্দে-
পক্কধানের মিষ্টি গন্ধে...
ছড়িয়ে পড়ে চতুর্দিকে,সূর্য ডোবার বেলা।।


অঘ্রানেরই পূর্ণ শশী মাঠ ভাসিয়ে আলো,
শিশুর মনে ভবিষ্যতের জ্ঞানের প্রদীপ জ্বালো।


শিশুর খুশি ,মিষ্টি হাসি,প্রকৃতির রূপ দেখি
অনাহারী ভুখার জন্য কয়জনে আর লেখি?
তাই আনন্দ ভাগ করে নাও
ক্ষুধাতুরের বক্ষে জাগাও;
রঙ্গিন আলোর দু'মুঠো ভাত
তাদের বাঁচতে দাও;
শিশুর মতো বক্ষে তুলে নাও।।
----- সমাপ্ত।