সুখ-দুখ
--- রমেন মজুমদার,
24/03/24


সুখবারি ক্ষণস্থায়ী জীবের জীবন
অকারণে খুঁজে মরে,চিত্তে অনুক্ষণ।
বিদিত জগতে সেই,নাহি পায় সুখ;-
অজান্তে কষ্টের,বারিস্নানে; ভরা দুখ।।


রে অবোধ প্রাণ! বোধ ভাবনার স্থলে;
হরণ করিয়া লহে বিধাতা কৌশলে,
ক্ষীণচিন্তা; অপরে না- 'করিলা যতন,
সুখছাড়ি, দীনহীনে;অন্ন করো দান।।


একক জীবন তরী যাও বেয়ে ধীরে,
অপরের সুখে তুমি; হও সুখী বীরে--
সুখ-দুখ পাশাপাশি চিরকাল রহে;
নিজপ্রাণ অন্যস্বার্থে;বিজ্ঞজনে কহে।।


কালের নিমিত্ত প্রাণ কালে ফিরে ক্ষণে
জীবন যতনে পায়; অমূল্য রতনে ।।
--- সমাপ্ত।