সুখ ও স্বার্থ
কলমে- রমেন মজুমদার
তারিখ-২৬/১১/২৩
------
কোথা সুখ কোথা সুখ!-হতাশ মানবে,
স্বার্থ লয়ে বুকে পুষে কত প্রাণ তবে।
নেই কী রে সুখ! সংসার কি তুচ্ছ ?
সতত ধৈর্যের প্রাণ; রাখিও যথেচ্ছ।


ধরণী দিয়েছে দান,- সম্পদের চূড়া;
সুখ বারি করি স্নান স্বস্তিতে অন্তরা।
হেন দান অন্য ভোগে, চিত্তেতে অর্পিলে;-
তবে সুখ তার মধ্যে দেখিও বিরলে।


সৃজেন বিধাতা হেথা মানুষের তরে;
সুখধন অর্পণেতে বিলাই সবারে।
নর কী জন্মে শুধুই আপনার লাগি!
অপরে না দিলে তাহা,আত্ম মিথ্যা ত্যাগী।


অপূর্ণ জনম ভবে,--স্বার্থ ভরা মন;-
সেই স্বার্থ জিয়ে রহে প্রাণে কতক্ষণ!
বিষাদে কাঁদিয়া তুমি!- ছুটো স্বার্থ পিছে;
নিজ জন্ম নিজ তরে কেবলই মিছে।


কেবলি কী নর জন্মে নিজের লাগিয়া(?)
পরোপকারে না এলে,সুখী না সে হিয়া।
সুখ ভাবো,অন্য দানে নিজের সদিচ্ছা;
জন্ম স্বার্থ তবে ভাবো,সুখী তব ইচ্ছা।
--- হরিদেবপুর।