ভোরের কুয়াশা
--
কলমে- রমেন মজুমদার
04/01/2024
---
উড়ে যায় গাঙচিল,
ডানায় ঝাপটা মেলে সুগন্ধি বাতাস
রেখে যায় বক্ষের উপহার ক্লান্ত শরীরে;
ভোরের কুয়াশায় ছানাদের মুখে
মায়ের স্তনসম সুচারু খাদ্যের ঠোঁট।


হেরে গেছে নিতম্বের উদাস সৌন্দর্য,
মহাবিশ্বের স্মৃতিময় ক্ষত!
আজও কথা বলে নাগাসিমা-হিরোসিমার
অক্লান্ত যুদ্ধের পোড়ামাটির প্রেম!!
তাই বলে হয়নিকো মিলন বসন্ত বাসরে ?


রেখে দাও কাছে,
ছুটে আসুক সুনির্মল বাতাসে গন্ধতার
সুগোল চূড়া দুটি থাক কাছাকাছি;
বহুক প্রেমের বাতাস;
সান্ত্বনার পোড়ামাটি তবে কেন এতদূর ?
একফালি কুয়াশার উষ্ণপেলব
ভরে উঠুক গাছেদের পাতায়।


ধরাধরি-ছোঁয়াছুঁয়ি মাটির শেকড়
বীজপুঁতে পোড়ামাটির বক্ষচিরে
সে কোন প্রকৃতির কৃষকের দলে....
তবু ঝরে যায় দিনরাত কত কত রক্তেরনদী
সে কী তবে শোষণের ঘৃণিত কুয়াশার লাভা?


তবুও বিস্ময় পরশ!
দুর্লভ কোন এক ঐশিক চুম্বক,
কোন এক ভিনগ্রহে বসবাস তার;
সত্যায়নের অধিকার নিয়ে যায় তারা
বেদনার কলসভরে;
স্বপ্নের সমাহিত যন্ত্রণার আগুনের লেলিহান!
সেও চায়,পুড়ে যাক পৃথিবীর পাপের অনাচার।


তবুও প্রেম আসে কাছাকাছি দুজনের,
ভাসমান সুখস্রোত নিয়ে যায় দূরে...
আঁধার নিরাশার বুকে;
অবিরাম ঝরে যায় ভোরের কুয়াশা
হৃদ থেকে সকল হৃদে...
পাপিষ্ঠরা হেসে যায় খিলখিল করে
তবুও বয়ে যায় প্রেম উলঙ্গ মাটির বুকে;
একান্তে নিশ্চিহ্ন হয়ে যায় শেষে,
আপনার গতিপথ ধরে- ভোরের কুয়াশায়।
--সমাপ্ত।
-- হরিদেবপুর।।