ভ্রান্তি যাপন
---
কব্যভূষণ রমেন মজুমদার


এ'সুন্দর প্রাণ ধরি বিধির আশিসে,
পল মোহ নেশা হেরি দুইটি নয়নে...
কী সুখের পোষা পাখি রাখিনু যতনে
স্বার্থ-লোভ অর্জে নেশা সতত প্রবাসে।


কাঙ্খিত কামনা কুঞ্জে পুষ্প শতদল,
বুভুক্ষ জলের ধারা হৃদ বরিষণে...
পাই যদি কভু সুখ;-- পল হয় ক্ষণে,
বিদরি বক্ষের তলে ফেলি অশ্রু জল।


সুনন্দ- সুন্দরী নদ, বক্ষের প্রদেশ
পুষিনু একটি জন্মে কত স্রোতধারা,
পাপ-পূণ্য,ভালো-মন্দ ক্ষয়ে হয় হারা!
বিরলে সতত তারে,ধিক নির্বিশেষ।


একদা ভ্রান্তির ছলে ভুলিনু ছলনে
এ ছল স্বার্থের বশ!- হেরিনু দলনে।।
----
১৯/০৪/২৪