বৃদ্ধ হবো একদিন
কবি শাহাব উদ্দিন ভূঁইয়া(জয়)
রচনাকালঃ২৬.০৫.২০১৭


একদিন হবো আমি বৃদ্ধ
সেই দিন আর,,,
  নবযৌবন সঞ্চালিত হবেনা,
সেই দিন আর,,,
ঊর্ধ্ব পেশিশক্তি থাকবেনা।
শুধু একমুঠো শক্তি আর
একমুঠো কাঞ্চা বাসে,
ভর সঞ্চালন হবে গোটা দেহ।


বাকরুদ্ধ হবে বাক গহ্বর
শব্দ-বাক্যার্থ বড্ড মর্মর,
মর্মকথা আর তৃপ্তদান রটবেনা।
কিছু শিশুরা আনন্দরূপ দেখবে,
মোরে বুঝবেনা রং তামাশায় মাতবে।
আমি বুড়ো বাকরুদ্ধ,
শিশুরা ধিক্কার দিবে,
রং তামাশায় মাতবে।
   মোর নাহি উপায়
আমাতে আমি মাতবো
   মোর-মোর-ই সাথে।।।