একটা তারাভরা জোসনা রাতে তোমার সাথে মরতে ইচ্ছে করে,
যে মরণ আজম্ম বিষাদের গ্লানি মুছে বয়ে চলা নদীর মতন,
যে মরণ স্বাভাবিক মৃত্যুর থেকেও সহস্রগুণ তিক্ত,
যে মরণ আমাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল।


আমি যেন তোমাতে মিশে যাই সমুদ্রে মিশে থাকা  নুনের মতো
আমি যেন তোমাতে মিশে যাই অন্ধকারে মিশে থাকা কালির মতো,
আমি যেন মিশে যাই মেঘের ফাঁকে লুকিয়ে থাকা রংধনুর মতো।
অতঃপর,
নিষিদ্ধতার সকল বাঁধা টুটে, পুড়ে ছাই হোক অবরুদ্ধ ট্রয়,
তোমার  আমার মরণ  হোক নিষ্কণ্টক ফুলের মাঝে মিশে থাকা মধুর মতন।