এখনো কেক কাটি নি, মোমবাতিগুলো এলোমেলো টেবিলে সাজানো হয়নি।
ছোট্টবেলায় জন্মদিন কেমনে কাটিয়েছি মনে নেই। বাবা পরওপারে চলে যাবার পর হতে বড্ড এলোমেলো আমি,দিনগুলি কেটে যাচ্ছে এলোমেলো। তাই আজ ২৬ তম জন্মদিনে আমার মোমবাতিগুলোও এলোমেলো।
আসলে ছা পোষা দরিদ্রলোকের আবার কিসের  জন্মদিন। হেসে হেসে উড়িয়ে দেয় সবাই নতুবা অনটনে হয় না দামী কেক কেনা কিংবা বড় আয়োজন।
--তবুও আজ দীর্ঘ পঁচিশটি বছর পেরিয়ে, ২৬ তম জন্মদিন আমার দ্বারে।
১৯৯০ সালের ১৮ ই নভেম্বর এই দিনে, এক মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম হয়।
--এই যা, আমার প্রিয়কবিদের নিমন্ত্রণ করতে ভুলেই গেছি। জানি,  এ আসরের সকল প্রিয়কবিদের কে, একত্র করে দু' মুটো ডাল ভাত খাওয়ানোর সাধ্য নেই। তবুও নিমন্ত্রণ রইল, আমার প্রাণের প্রিয় সকল কবি ও এডমিন মহোদয়ের প্রতি।
--আমার জন্য একটু দোয়া করবেন।
                              --আল্লাহাফেজ