পাথরের খাঁজে আঁটকে যাওয়া  বাকহীন  নোঙরের কান্না শোনে শোনে তোমায় ভালোবেসেছি,
নিন্দুকের কাঁটায় ক্ষতো বিক্ষত হয়ে মরে যেতে তোমায় পেয়েছি,
তুমি ছিলে নিতল সমুদ্দুর বুকে ফেনীল জলরাশি,
আমি নাবিক হয়ে পরিমাপ করেছি তোমার দৈর্ঘ্য প্রস্থের নিঃসীমতা।
যেদিন তোমায় খুব কাছে পেয়েছি,
তোমার প্রথম চুম্বন আমার মৃত্যুঘুম কেঁড়ে নিয়েছে।
যেন,এক ঝলক স্ফুলিঙ্ক লাল পিঁপড়ের মতো হৃদপিণ্ড দখলে এনে বলেছিল,
এসো, সহস্রটি সুপার ক্লাস্টার পেরিয়ে অনন্তে মিশে যাই।
নির্জন রাতে মেঘের ফাঁকে উঁকি দেয়া আবছা  চাঁদের আলোয়, পাঁজরে পাঁজর মিশিয়ে তোমার সেই দুদন্ড আলিঙ্গন
আমাকে মরতে শেখায়,
যে মরণ বার বার জন্ম নেয়ার প্রেরণায় উম্মাদ।