একজন
শপথ


বিছিয়ে দিয়েছ তুমি প্রেমের আঁচল,
উপহার দিলে শুধু দুই চোখে জল,
বুকের গহীণে জ্বলে চিতার অনল,
সর্বহারা অসহায় আমি যে পাগল।।
হৃদয়ে ক্ষুধাই করে রক্ত দিয়ে লিখে,
যতনে তোমার ছবি দিয়েছিলে একে,
কাগজে কলমে নয় ভালবেসে বুকে,
অধিকারের দখল উচ্ছেদে আমাকে।।


অপরিচিত বেগানা ভাবছো আমায়,
অচেনা পথিক যেন দৃষ্টির সীমায়,
মহাপাপী হবে বুঝি সম্মুখ দাড়ায়,
অবনত করে নিলে পলক লজ্জায়।
আজ তুমি একজন তবুও দুজন,
ভালবেসে আমিও যে আজো একজন।।