হাজির হাজির হাজির!
আজি ত্যারনা বে-নজির,
আকাশ পানে ছুড়িয়া প্রশ্ন! উত্তর শুশ্রীর!
ভাসিয়া ভেলায়, খেলিয়া বেলায় তির বেগে বালুতীর।
মম অক্ষি গাত্রে, চাহিয়া মাত্রে, স্বপনেরা অস্থির,
আমি বলিব না,  হাসি হাসিব না , নিব না ঘ্রান কস্তুরীর।
ভাংচুর করি শিকল বেড়ি মুক্ত করিব জঞ্জাল বনশ্রীর।
হাজির হাজির হাজির!  
আজি ত্যারনা বে-নজির!
মহাশ্মশানে গড়িব বাগিচা,
অস্থির চিত্ত সুঘ্রাণ গালিচা,
আলাদিনের গালিচা চড়িয়া দিব বিশ্বভূবনে হানা,
আজি খুজিয়া লইব পাজিদের সব উদ্ধত আড্ডাখানা।


ভেঙ্গে করিয়া চুরমার হৈ, তিমির বিশ্বে জিতিবে সত্য।
গলা চিপে ধরে মারিব শয়তান কৈ? পিশাচী হাসিতে হইব মত্ত।


আমি বলিব না,  হাসি হাসিব না , নিব না ঘ্রান কস্তুরীর।
ভাংচুর করি, শিকল বেড়ি, মুক্ত করিব জঞ্জাল বনশ্রীর!
আমি দরবেশি! আমি মহারুষি! আমি আঁধারে  ছুড়া সে তীর।
মাটি ভেদ করা নরম মস্তকে উন্নত বৃক্ষ শির।


হাজির! হাজির! হাজির! আজি ত্যারনা বে-নজির!
আমি ধনুক থেকে বের হওয়া তুনীর শেষ তীর।
ভিড় ঠেলে চলা ক্ষিপ্ত পথিক,  
মরুচারী চলি দিক থেকে দিক।


ক্ষীনকায় স্বরে বলি! তাই !!
নীচু গলায় বলি 'ভাই ভাই'
তাই বুঝি আজি সাহস পেয়েছিস ভণ্ড হে মোড়ল শয়তান।
পুছিব কি তুরে? পিশাচের ভেংচি মেরে, ক্ষিপ্র গতিতে আঘাতে করিব খানখান।


ঘুমাইনি হে, ঘুমাইনি হে!
মুদিয়াছি চোখ তাই???
আজ কোন পরোয়া নাই?
উঠে যদি দেখি না-ইনসাফি! আর নিরিহরে অত্যাচার!!
চেহারার ইতিহাস ভুগোল সব পাল্টাবো,  করবরে ছারখার!!
আমি বলিব না,  হাসি হাসিব না , নিব না ঘ্রান কস্তুরীর।
ভাংচুর করি শিকল বেড়ি মুক্ত করিব জঞ্জাল বনশ্রীর।
চেচামেচি করি বলি নাই, তবু বলি সাবধান! সাবধান!
জীবনে যে গান শোনিস নি তোকে শোনাবরে সেই গান।


মেঘের গর্জনে শোন ভন্ডর খনি! কন্ঠ আমারি বেদনার্ত ধ্বনি!
বজ্র আঘাতে শেষ করিব যত যড়যন্ত্র মাকড়ের লূতাতন্তু মনি।
শার্দূল নিদ্রায় বৃক্ষ ছায়ায়,
ফাঁকা মাঠ পেয়ে চামচিকারা চেচায়!
বলি! শোন বলি!
সাবধান হলি?
ঘুম যদি ভাঙে কারো আর্তনাতে!!
এক থাবা দিব তোর কায়েনাতে!!
প্রখর নখরে!  তীক্ষ্ণ আচরে! মারিব হে মোড়ল  করে ফালিফালি!!
কত দিন তুই করবি শোষণ? মুখে পুড়ে দিব জলন্ত  অঙ্গার কালি!
লম্পট যত গাস জয়গান! দেহে মোর আজও বাকী আছে প্রাণ!
এক স্ফুলিঙ্গের হুতাশন শ্বাসে, কপোকাত হবি! যাবে তোর জান!
এ মস্তক নয়!
সুপ্ত আগ্নেয়গিরি!
জাগালি তো জানিস কিসের আভা!
টগবগ করে অগ্নি লাভা!
একবার যদি ক্ষপি কোন পলে! ছারখার করে দিব সে অনলে!
লম্পট যত পুড়িয়া মারিব। শেষ করে দিব স্থলে আর জলে!
শেষবার বলি সাবধান হো! ডাকিয়া আনবি না উল্কাপিণ্ড!
আঘাতে আঘাতে থেতলে দিব! আসি যদি তোর মস্তকক্ষন্ড!
হাজির হাজির হাজির
আজি ত্যারনা বে-নজির,
আমি বলিব না,  হাসি হাসিব না , নিব না ঘ্রান কস্তুরীর।
ভাংচুর করি শিকল বেড়ি মুক্ত করিব জঞ্জাল বনশ্রীর।