শুনতেই কেমন নিষ্ঠুর লাগে
ছাড়তে হবে এ ধরণী।
বুক কেঁপে উঠে, ঘাম বেয়ে ছুটে,
ভেবে, চড়ব এ কাল তরণী।


চলে যেতে হবে,
না ফেরার দেশে,
কাটিয়ে ক'দিন,
মুসাফির বেশে।


সখা-সন্তান রেখে,
রেখে প্রিয় মুখ,
ভাবতে পারি না,
ফেটে যায় বুক।


তবু সে খবরে
ছেয়ে যাবে দেশ।
নিস্তব্ধতার ছায়ায়
ঢাকা পরিবেশ।


নোংরা পৃথিবী!!
বলি বারবার,
তবে কেন ভয় লাগে?
যেতে পরপার।


হত্যা, খুন, ধর্ষণ,ডাকাতি,
এর মাঝে কেন এত ভালো লাগা-লাগি?
বাঁচতে চায় মন,
মনের আকুতি।


তার মানে আমি ভালোবাসি জীবন,
ভালোবাসি এই জীবনের ধ্বনি!
কাটাবো না তাই, গড়বো আমি
মানবতার তরে, এত প্রিয় এই জীবনখানি।