ভাবি যখন আমি অতীতের কথা,
মনে হয় সবই করেছি ভুল;
ভুলে ভুলে গেল সারাটা জীবন,
ভেবে আমি তার পাই না কূল।


এখনই যে কাজ করছি ঠিক,
একটু পরেই মনে হয় ভুল;
ভাবি প্রতিক্ষণে বসে আমি একা,
কেমনে উপড়াব ভুলের মূল।


তবুও সে "ভুল" কেমনে আমাকে,
জড়ায়ে রাখে সকাল-সাঁঝে;
এমনি করে জীবনটা মোর,
কেটে যাবে ভুলের মাঝে?


ভুল করে করে এই জীবনে,
সামনে এসেছে ভুলের মানে;
ভুল যদি কারো না হয় কভু,
শুদ্ধ কি তার হবে কোন ক্ষণে?


ভুল থেকে পায় মানুষ শিক্ষা,
ভুল থেকে শিখে নেয় যে দীক্ষা;
ভুল থেকে পায় জীবন-জ্বালানী,
শিখে সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা।


রচনাকালঃ ১৫-০৫-২০০৯ ইং,