ঝরা পাতা
       শ ফি মোঃ ওমর ফারুক
শানিতে চিত্রিতে নয় ঝরা পাতায়
কভে কোথায় হায়, মন ছুটে যায়
নীলে নীলের সখ্যতায়; নাচিতে চাহে হৃদয়
যাচিতে চায় সবুজে, শিমূল পারুল পাড়ায়
চরম কাটতি ক্ষণে; প্রেম আর ফাগুনে
ফুলে ফুলে কাননে কাননে; মন ছুটে যায়
ফিরে ফিরে চায়; নাহি যেতে চায় মন
ছেড়ে এ মনোহরা, কাটেনি হৃদয়ের ক্ষরা ।
তব এ সন্ধা তাঁরা, ছাড়েনি আলোক ধারা
তবে কেন হায়, আমায় যেতে হয়, ছেড়ে এ ভূবন ধরা
এতো সুখী তাঁরা; ছাড়েনি ছন্দ ধারা
খড়কুটো জীবন, করেনি আমায় আপন
দুঃখ মোর জলকন্যা, বহেনি প্রেমের বন্যা
যা, কিছু সঞ্চয় মোর, রহিছে ঝরা পাতায় ।