কম্বল
          শফি মোঃ ওমর ফারুক


জীবন একটা ছোট্র কম্বল
উপরে টানলে নীচে খালি
বায়ে টানলে ডানে খালি,
জীবন একটি ছোট্র কম্বল ।


মাছি
শফি মোঃ ওমর ফারুক


কবিদের চোখ থাকে বুকে
তারা অন্য হৃদয় চষে বেড়ায়
অনেকটা মাছির মতো, সেটা মাছের মাছি
রক্ত জবার খোজে, লাল কটকটে জবা ।


মহাকাল
শফি মোঃ ওমর ফারুক


হে যতশত মহাকাল
শিশির হাসিল গতকাল
মহা বিশ্বে তুমি দাড়াওনি ক্ষণকাল
তাহার সাথে তোমার দেখা হবে কি আগামীকাল ?


মাতাল বৃষ্টি
শফি মোঃ ওমর ফারুক  


মাতাল বৃষ্টির সরসীতে
পুরনো মলাটের ঘাম মুছে
সৃষ্টির ঐশ্বর্য উঠে দাড়ায় তীব্র স্রোতে
নারী তার লজ্জা ডাকে দহ কালের দীর্ঘ রাতে ।