যুদ্ধ নয়, এ বিশ্বে আর কোনও যুদ্ধ নয়
যুদ্ধে শুধু হয় জীবনের ক্ষয়
যুদ্ধে বিপন্ন মানবতা
ভূলুণ্ঠিত হয় !


যুদ্ধ মানেই গোলাগুলি বোমাবাজি
রক্তপাত আগুন চিৎকার মানুষের
কান্না দেশত্যাগ এবং নির্মম
হত্যাযজ্ঞ! তাই যুদ্ধ শুধু
ডেকে আনে ধ্বংস
আর মৃত্যু !


যুদ্ধে প্রকাশ পায় কিছু মানুষের হীন ঘৃণ্য
মানসিকতা পরধনে লোভ-লালসা লুঠ
হিংস্রতা পাশবিকতা ধর্ষকামিতা
আর চরম নির্মমতা !


লাগাতার যুদ্ধ দেখছি !
ইসরাইল ফিলিস্তিন লেবানন
আর আফগানিস্তানে।
চলছে তো চলছেই...এসব যুদ্ধ
কি আদৌ এনে দিয়েছে সুখ
শান্তি কোনোখানে ?


যুদ্ধে আমার সহ্য হয় না...
অসহায় ব্যর্থ পিতার চাপা আর্তনাদ
সন্তানহারা নারীর বুকফাটা কান্না
বিধবার নিষ্পলক করুণ চাহনি
ধর্ষিতার গগণবিদারী চিৎকার
অবুঝ শিশুর মৃত্যু!


বিশ্ব মানবতার স্বার্থে, পৃথিবী রক্ষায়-
বন্ধ কর নির্মম প্রাণঘাতী লড়াই
বন্ধ কর যুবতী নারী হত্যা
বন্ধ কর দুগ্ধবতী মা হত্যা
বন্ধ কর যত শিশু হত্যা
বন্ধ কর ভ্রুণ হত্যা...
এবং বন্ধ কর অগুণতি মানুষের রক্তপাত
বন্ধ কর নির্বিচার নিরস্ত্র মানুষ হত্যা
বন্ধ কর মানুষের ভবিষ্যত হত্যা
বন্ধ কর মানুষের স্বপ্ন হত্যা!


পুতিন-জেলেনস্কি তোমরা থামো- জেনে
রাখো, যুদ্ধ যারা করে তারা আর
মানুষ থাকে না- অমানুষ
দানবে পরিণত হয়..!


তাই থামাও তোমাদের এই যুদ্ধরথ...
ফিরে এসো মানবতার পথে
প্রগতির পথে শান্তির পথে
গ্রহণ কর নতুন শপথ।


অতএব, আর যুদ্ধ নয়, এবার বন্ধ হোক
রুদ্ধ হোক ইবলিশের সমস্ত বিচরণ
ক্ষেত্র। আসুক ফিরে শান্তি, মৃত্যু নয়
হোক জীবনের জয়...।
#
ঢাকা- ১৮.০৩. ২০২২
পবিত্র শব-ই-বরাত