১ মে ১৮৮৬, হে মার্কেটে রক্ত দিয়ে শ্রমিক এনেছিল মে দিবস-
আজও কি তার ঘরে এসেছে সেই কাঙ্খিত সুখের পরশ?
এখনও শ্রমিক পায় না তার ন্যায্য মজুরি বেতন
উল্টো চলছে তাদেরই ওপর নিপীড়ন নির্যাতন...!
শ্রমিক চেয়েছিলো আট ঘণ্টা শ্রমের প্রকৃত রুজি-রুটি,
পেয়েছে সে শেষে শুধু শ্রম-ঘণ্টা, আর সাহেব ভোগ করছে ছুটি!
এভাবেই চলছে সমাজ-সংসার, আসেনিকো মৌলিক পরিবর্তন,
ধরণ পাল্টে ভিন্ন কায়দায় টিকে আছে আজও শ্রমিক শোষণ।
সময় হয়নি শেষ, এ বিশ্ব অনি:শেষ, এসো তবে শ্রমজীবী সবে
মিলেমিশে একাট্টা হই, গড়ে তুলি শোষণহীন নয়া সমাজ ভবে।
তাই, ফের বলি- ঐ মে দিবস প্রতিবার দিচ্ছে ডাক
শোষণমুক্ত সমাজ চাইলে সবাই মিলে এক থাক। #
ঢাকা-
পয়লা মে, ২০২১
১৮ বৈশাখ, ১৪২৮
১৮ রমজান, ১৪৪২
শব্দ সংখ্যা- ১০৬