একবার জেগে উঠি পৃথিবীর মাঠে
সোনার ফসলে কতোটা ভরেছে মাঠ
দেখিবার আশে!
ক্ষীণ চোখে দেখি চেয়ে
মাঠ ভরা লাশ আর লাশ
শকুন রয়েছে বসে তার পাশে,
লোলুভ শিয়াল করে আসা যাওয়া
সুযোগ সন্ধানে!


আকাশ দিয়েছে ঢেলে অকাতরে
বিষের পেয়ালা;
ঝরায়ে সবুজ পাতা
বিষণ্ণ তরুরাজি রয়েছে দাঁড়ায়ে একেলা!


বিষাদের ছায়া মেখে সূর্য পড়েছে ঢলে
বিরান মাটির পৃথিবীর ঢালে;
লুটায়ে আঁচল বিমর্ষ বধূটি
সেঁজুতি জ্বালায়ে যেতেছে চলে
অনন্ত আঁধার পথে
নতুন কোনোও পৃথিবীর সন্ধানে!