কোন এক পূর্ণিমা রাতে
গোলাকার চাঁদ দেখে
নীলাকাশ ছুঁতে চেয়েছি
আমার সাথে সাথে চাঁদকে হাটতে দেখে
ভরসা নিলাম
হয়তো এবার পারব আকাশ কে ছুঁতে
কিন্তু হয়নি..........


সুন্দর রাতে হঠাৎ দেখি
পূবাল হাওয়া বহিতে লাগে
গুড়ুম- গুড়ুম শব্দ শোনা গেল
বৃক্ষগুলো নড়ে উঠে পড়ে
তারপর আলোমাখা চাঁদকে
আড়াল করল মেঘ।
এখন আকাশ দেখিনে
শুধু মেঘে ঢাকা কিছু চিত্র
দেখি খেলে  গগনে ।


তারপর একদিন .......
যান্ত্রিক যন্ত্রের জ্বালানি তেল-মওবিলের
গন্ধে অম্বর-সমীর ভারী হতে লাগে
ইটের ভাটার ধোঁয়া
গৃহিণীর রান্নার ধোঁয়া
মিলে দুপুরে যেন সন্ধ্যা নেমে এলো
ইটের ভিতরে বন্দী থাকা
এক অচেনা নারীর শব্দহীন কান্না
আর পথ শিশুর চিৎকার শুনে
শব্দদূষণ হতে লাগে


এমনই অবস্থায় দেখিলাম আমার অস্তিত্বের অনিমেষ
শুধু বেঁচে বেঁচে আছি এই তো বেশ ।