কোন এক বৈকালে কবিতা লিখবো
তাই গিয়েছে সমুদ্রতটে
ভাবছি এবার বিশাল সমুদ্রকে
উপমা দিব । বটে
তাকিয়েছি দূরে দেখেছি সাগরের
ওপাশে
নভোঃ গিয়েছে অস্ত সূর্যিমামা
ডুবেছে শেষে
তারপর ঘনরাত আধাঁর সমুদ্রের
চৌদিক
গগনে চাঁদ এবার দিচ্ছে
ঝিলিক
তারা গুলো সাজানো নিঃস্বার্তে
বিশাল আসমান
দক্ষিনা বাতাসে জুড়ালো
অবুঝ প্রাণ
মধ্যরাতে মধ্যাকাশে মেঘের
বিরাট শব্দ
বৃষ্টিগুলো পড়ছে সাগরে
অনবরত
সাগরে এখন ধীরে ধীরে ফুলে
উঠছে
শুকনো বালুচর এবার জল
খেয়েছে
সূর্যের পুনরুত্থান অধঃ
হলো দূর
ধীরে ধীরে মানুষে হলো
ভরপুর
নাবিকেরা জাহাজ নিয়ে ছুটলো
সমুদ্রপথে
কত কিছু না দেখেছি রয়েছে
তাদের সাথে
এখন মনতো অনেক খুশি কারণ  
সব‌ উপমা
এক জায়গায় হলো আজ
জমা


তাই হৃদয় থেকে উজার করে
চেয়েছি জমানো কথা দিয়ে লিখতে
শত কবিতার মাঝে এক কবিতা  
কিন্তু লেখা হয়নি
কারণ কবিতার উদ্দেশ্য ঠিক ছিল না ।।