জানো বাবা
সোহেল আহমেদ


সূর্যের তাপ কি এখনও বুঝিনু
মাঘের ঠান্ডা কি অনুভব করিনু
ধূলায় শ্রভ্র শরীর এখনও হয়নু
দুখে এখনও চোখকোণে জল খেলেনি
কোন ঝড়-স্লাইকোন এখনও মন ভাঙেনি
হতাশায় এখনো আমায় ঘিরেনি
জানো বাবা, কেন এত কিছু হয়নি
শুধু তুমি আছো বলেই।


সূর্যিটা আজও গাছ পাতার ফাঁকে
উঁকি -ঝুঁকি মেরে দেখে
ছুঁতে যখন চায় আমাকে
তুমি তো তখনি মেঘ হও
দখিনার মূদু হাওয়া হও
বৃর্ষ্টিতে বৃর্ষ্টির ছত্র হও
ভিজে গিয়ে কষ্ট সয়ে ভুলে যাও
আমরা হাসলেই
শুধুু তুমি আছো বলেই।


ফুল আছে তাই
মৌমাছির আহরণে ভয় নাই
নদী আছে তাই
সাগরের ডর নাই
বাতাস আছে তাই
ঢেউ পাওয়া যায়
বাবা, তুমি আছো তাই
কোন সংশয় নাই।
03-01-2017