বসুন্ধরায় কোন কিছুই সহসাই হলো না
বাগে ফুলটা ও সহজেই ফুটিল না
বাগানে যথার্থ মেহনত ছিল
সময়ে সময়ে রোদ বৃষ্টি ও দিল
তবে ফুলটা ফুষ্প মেলিল না
কোন কিছুই সহসাই হলো না।


বিছানা থেকে ভোরের সকাল দেখব বলে
সবকটি চৌকাট বাতায়ন দিলাম খুলে
রাত শেষে ভোর হতে না হতেই
তুফানের কড়াৎ কড়াৎ শব্দ শুনতেই
খিল পড়ে যায় সবকটি বাতায়ন কপাটখানা
কোন কিছুই সহসাই হলো না।


আশার ঘর এখন ছন্নছাড়া
আঘাতে আঘাতে এখন টুকরা টুকরা
সবকটি টুকরো একত্রে এখনো সাঁজাই
লৌহ দিয়ে এবার আশার ঘর বাঁধাই
এবার দেখি অগ্নিকোণে ভূমিকম্পের হানা
কোন কিছুই সহসাই হলো না।


কাঙ্ক্ষিত আশা এখন চাঁদিমার বাড়ি
ছুঁয়া তো নয়,  শুধু দেখে দেখে চালানো
জীবন গাড়ি ।
04_01_2017